DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » Politics » International news » টি-টোয়েন্টিতে ধোনির পর রোহিতের ‘ডাবল সেঞ্চুরি’, সাকিব-মাহমুদউল্লাহ কোথায়

টি-টোয়েন্টিতে ধোনির পর রোহিতের ‘ডাবল সেঞ্চুরি’, সাকিব-মাহমুদউল্লাহ কোথায়

একবার রানআউট থেকে বেঁচেছেন, আরেকবার বেঁচেছেন ক্যাচ দিয়ে। দুবার সুযোগ পেয়েও ইনিংসটা বড় করতে পারেননি রোহিত শর্মা। আউট হয়েছেন ১০ বলে ১ রান করে। ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো ইনিংস খেলা রোহিত মুম্বাই-বেঙ্গালুরু ম্যাচটিকে মনে রাখতে পারেন দারুণ এক মাইলফলকের কারণে।

এটি ছিল টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাঁর ২০০ত ম্যাচ। স্বীকৃত টি-টোয়েন্টিতে অধিনায়কত্বে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার তিনি, ভারতীয়দের মধ্যে দ্বিতীয়।

রোহিতের নেতৃত্বের দুই শর মধ্যে আইপিএলের ম্যাচই বেশি—১৪৪টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ ম্যাচ অধিনায়কত্ব করেছেন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে। ৫টি ম্যাচ আছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৩০৭ ম্যাচে অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক অধিনায়ক এখনো চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২০৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি।
সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়া প্রথম পাঁচজনের বাকি দুজন এখন অধিনায়কত্ব করেন না। ভারত ও বেঙ্গালুরু মিলিয়ে ১৯০ ম্যাচ অধিনায়কত্ব করা কোহলি আছেন চারে। ১৭০ ম্যাচ নিয়ে পাঁচে থাকা গৌতম গম্ভীর মাঠের ক্রিকেটই ছেড়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*