স্বাস্থ্য পরীক্ষায় ভুল প্রতিবেদন দেওয়ায় ক্লিনিকটিকে সাময়িক বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সকালেছবি: প্রথম আলো
নীলফামারীর ডোমারে পেটব্যথার চিকিৎসা নিতে একটি ক্লিনিকে গিয়েছিল ১৩ বছর বয়সী এক শিশু। শিশুটির আলট্রাসনোগ্রাম ও মূত্র পরীক্ষা করে প্রতিবেদন দেওয়া হয় শিশুটি অন্তঃসত্ত্বা। পরে আরও দুই জায়গায় পরীক্ষা করে দেখা যায়, আগের প্রতিবেদন ভুল।
এ ঘটনায় শিশুটির স্বজনেরা উপজেলা স্বাস্থ্য বিভাগে অভিযোগ দিলে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিকটিকে সাময়িক বন্ধ ঘোষণা ও ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।