বনানী কার্যালয়ে যৌথ সভায় বক্তব্য দেন জাপা চেয়ারম্যান জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি হযবরল হতে পারে। তিনি বলেন, ‘রাজনীতির মাঠে কী হয়, আমরা কেউই জানি না। এমন বাস্তবতায় সরকার ও বিরোধী শিবিরের সবাই ঝুঁকিতে আছেন। যে দল সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, তারাই বিপদগ্রস্ত হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের এক যৌথ সভায় জি এম কাদের এসব কথা বলেন।
জাপার চেয়ারম্যান বলেন, ‘আমরা কোনো দলের বি টিম নই। নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য সঠিক রাজনীতি দিতে হবে। রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিলে ভয়াবহ পরিণতি হবে। নির্বাচনের মাঠে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। জাতীয় পার্টির ঐক্য বিনষ্ট করার শক্তি কারও নেই।’
বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তাসুবিধা বাতিলের প্রসঙ্গে জি এম কাদের বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। কূটনীতিকেরা যেন দেশে নিরাপদে কাজ করতে পারেন, সেটি নিশ্চিত করতে হবে। এ জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি রাজনীতির মাঠে বিকল্প শক্তি হিসেবে আছে। অনেকেই বলেছেন, এরশাদের মৃত্যুর পরে জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে। কিন্তু জাতীয় পার্টি এখনো অনেক শক্তিশালী। ইন্ধন আছে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাপার মহাসচিব মো. মুজিবুল হক বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতির মাঠে থাকলে দেশের মানুষ জাতীয় পার্টিকেই সমর্থন দেবে।’
সভায় আরও বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম ও সৈয়দ আবু হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, সৈয়দ মোহাম্মদ আবদুল মান্নান, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর, মাহমুদুল ইসলাম চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, সোলায়মান আলম শেঠ, আবদুর রশিদ সরকার, শফিকুল ইসলাম, শামীম হায়দার পাটোয়ারী, মাসুদ উদ্দিন চৌধুরী, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।