DON'T MISS
Home » Entertainment » গাধা দিবস আজ

গাধা দিবস আজ

6400_115560-1.jpg

আজ ৮ মে গাধা দিবস। এই প্রাণীটিকে আজ ভালোবাসার দিন, সম্মান জানানোর দিন। আর গাধা কিন্তু বহু বছর ধরে মানুষের সেবা করে আসছে। সারা বিশ্বে এই প্রাণীটিকে বোঝা টানতে ব্যবহার করা হয়। তারা প্রতিকূল জলবায়ু ও ভূখণ্ডেও টিকে আছে। গাধারা তাদের ধৈর্য ও অধ্যবসায় জন্য আমাদের সবার কাছে বেশ পরিচিত।

আমাদের সবাইকে কমবেশি একটি প্রাণীর সঙ্গে তুলনা করা হয়। আর সেটি হলো গাধা। কেউ বোকামি করলে তাকে গাধা বলা হয়, আবার কেউ ভুল করলেও বলা হয়, ‘তুমি গাধা নাকি।’ তার মানে কেউ বোকামি করলে তাকে আমরা গাধার সঙ্গে তুলনা করি। কিন্তু, গাধা কি আসলেই বোকা? এই প্রশ্নের সঠিক উত্তর জানা নেই।

বিশ্ব গাধা দিবসের প্রচলন করেছিলেন আর্ক রাজিক। তিনি একজন বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণী নিয়ে কাজ করেন। তিনি বুঝতে পেরেছিলেন গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ স্বীকৃতি পাচ্ছে না। এজন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধা বিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।

আর্ক রাজিকের প্রচেষ্টায় ২০১৮ সালে প্রথম বিশ্ব গাধা দিবস উদযাপন করা হয়। তখন থেকে প্রতি বছর ৮ মে গাধা দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো গাধাকে নিয়ে তথ্য ছড়িয়ে দেওয়া এবং তারা কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে তা তুলে ধরা।

আধুনিক গাধার দুটি পূর্বপুরুষ আছে। উভয়ই আফ্রিকান বন্য গাধার উপ-প্রজাতি এবং এগুলো হলো সোমালি বন্য গাধা ও নুবিয়ান বন্য গাধা।

জানা যায়, গাধা কয়েক শতাব্দী ধরে মানুষের জন্য কাজ করছে। মানুষের প্রয়োজনে ধারাবাহিকভাবে সারা বিশ্বে গাধা ছড়িয়ে পড়েছে প্রাণীটি। তারা দীর্ঘপথ ভ্রমণ করতে পারে। তারা শক্তিশালী এবং কঠোর পরিস্থিতিতেও নিজেকে মানিয়ে নিতে পারে। এই প্রাণীটি কাজ থেকে পিছপা হয় না। তারা মাইলের পর মাইল কার্গো টানতে সক্ষম। আর সেখান থেকে গাধা টানার গাড়িগুলোর ধারণা আসে।
তারা অন্যান্য প্রাণীর তুলনায় বেশি সময় পরিশ্রম করতে পারে। তাদের চলার গতি ঘণ্টায় ৩১ মাইল পর্যন্ত হতে পারে। গাধার গড় আয়ু ৫০ থেকে ৫৪ বছরের মধ্যে হয়।
 

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-1414060017337636&output=html&h=250&slotname=8072783448&adk=2234972895&adf=1160832586&pi=t.ma~as.8072783448&w=300&lmt=1683570405&format=300×250&url=https%3A%2F%2Flb24.tv%2Fdetail.php%3Flb%3D6400&wgl=1&dt=1683570405302&bpp=1&bdt=834&idt=217&shv=r20230504&mjsv=m202305020101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Deb6edf39aacd5ae9-22274f1195df004c%3AT%3D1683566969%3ART%3D1683566969%3AS%3DALNI_MZfdTMjiZSneWfsocEvrHxDXitrdA&gpic=UID%3D00000beaa51da419%3AT%3D1683566969%3ART%3D1683566969%3AS%3DALNI_MZmsSvXB7c-hY2QWymqBhGpEReXUw&prev_fmts=0x0%2C728x90&nras=1&correlator=3170465326648&frm=20&pv=1&ga_vid=465516827.1683570406&ga_sid=1683570406&ga_hid=2027048082&ga_fc=0&u_tz=60&u_his=1&u_h=900&u_w=1440&u_ah=801&u_aw=1440&u_cd=24&u_sd=1&adx=485&ady=1650&biw=1440&bih=719&scr_x=0&scr_y=0&eid=44773809%2C42532185%2C42532089%2C44759875%2C44759926%2C44759842%2C31071756%2C42531706%2C44788442%2C44789779&oid=2&pvsid=289995607273678&tmod=520779761&nvt=1&fc=1920&brdim=0%2C25%2C0%2C25%2C1440%2C25%2C1440%2C799%2C1440%2C719&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=RDQrZQnlXf&p=https%3A//lb24.tv&dtd=312

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*