নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, সরকারের অবহেলার কারণে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বঙ্গবাজার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন বিপণিবিতান। এ কারণে ওই বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ড ও কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির দায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।
‘বঙ্গবাজার অগ্নিকাণ্ড, একজন জাকির হোসেন এবং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মাহমুদুর রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ বুধবার দুপুরে এই সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য।
মাহমুদুর রহমান বলেন, অবহেলার কারণে এত বড় অগ্নিকাণ্ড ঘটেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গা ঘেঁষে গড়ে ওঠা এই বিপণিবিতানের পাশেই ফায়ার সার্ভিসের সদর দপ্তর। তারপরও আগুন নিয়ন্ত্রণে আনতে সাড়ে ছয় ঘণ্টা সময় লেগেছে। আর এই সাড়ে ছয় ঘণ্টায় পুরো এলাকা আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েক হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাখার ১৭ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নেভানো যায়নি। এই বাংলাদেশের তথাকথিত উন্নয়নের চিত্র।
সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে রাতের আঁধারে তুলে নেওয়ারও সমালোচনা করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধুর সময়ে রফিক আজাদ কবিতা লিখতে পেরেছিলেন। কিন্তু এখন প্রতিবেদনও লেখাও যাচ্ছে না।
সেমিনারে মুঠোফোনে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় যে জীবনের অধিকার সেটা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছি, কোনো কারণ না দেখিয়ে আমাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের ঘটনাটি তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, ‘নাগরিকদের যেকোনো প্রকারে তুলে নেওয়া যায়, এ রকম সাংঘাতিক মনমানসিকতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে।’
সেমিনারে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, সাধারণ সম্পাদক শহীদুল্লা কায়সার, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।