নিহত মোহাম্মদ সিফাত মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে মিরকাদিম তীলার্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
সিফাতের খালাতো ভাই মোহাম্মদ রিগ্যান অভিযোগ করেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তীলার্দি এলাকার মসজিদের পাশে বাঁশের সাঁকোতে বসে আড্ডা দিচ্ছিলো সিফাত ও তার বন্ধু সোহান। এ সময় তাদের মধ্যে মোবাইল নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে সোহান সিফাতকে এলোপাথারি কিল-ঘুষি মারলে সিফাত গুরুতর আহত হয়।
পরে স্থানীয় এলাকাবাসী সিফাতকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান জানান, সিফাতকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কিল-ঘুষির চিহ্ন রয়েছে জানান তিনি। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারন জানা যাবে বলে জানান তিনি।
তুচ্ছ ঘটনায় বন্ধুর কিল-ঘুষিতে স্কুল ছাত্রের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।