রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। পাশের তিনটি মার্কেট ভবনেও এ আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর থেকে আগুন নেভাতে পানি নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে সেনা, পুলিশ ও আনসার সদস্যরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টার দিকে ফায়ার সার্ভিস এ আগুনের খবর পায়।
আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ৬টার পরপরই বঙ্গবাজারে আগুনের খবর পাওয়া যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ভয়াবহতায় আশেপাশের রাস্তায় বন্ধ রয়েছে যান চলাচল।
স্থানীয়রা বলছেন, সেহরির পরপরই আগুন লাগে। আগুনের ভয়াবহতায় আশেপাশের ভবনের বাসিন্দা ও মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।