DON'T MISS
Home » Entertainment » মেসির জেতা উচিৎ ব্যালন ডি’অর : হালান্ডের কোচ

মেসির জেতা উচিৎ ব্যালন ডি’অর : হালান্ডের কোচ

7637_mes.jpg

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অরের জন্য প্রাথমিক মনোনীত ৩০ জন। পারফরম্যান্সে চোখ রাখলে বোঝা যাচ্ছে, লিওনেল মেসি ও আর্লিং হালান্ডের মধ্যে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। ৩০ অক্টোবর প্যারিসে বিজয়ীর নাম জানানো হবে।

কে জিতবেন ব্যালন ডি’অর, তা নিয়ে এখন থেকেই চলছে আলোচনা-চুলচেরা বিশ্লেষণ। নরওয়ে জাতীয় দলের কোচ, তথা হালান্ডের কোচ স্টেল সলবাকিন বলছেন, পুরস্কারটি মেসির পাওয়া উচিৎ।

‘যদি আমাকে জিজ্ঞাসা করেন কে জিতবে, বলবো মেসি। বিশ্বকাপ জয়ের জন্য ব্যালন ডি’অর জিতবে। এর প্রভাব এখনও রয়েছে।’

হালান্ডের কাছেও বিষয়টি নিয়ে প্রশ্ন গিয়েছিল। ২৩ বর্ষী স্ট্রাইকার অবশ্য বিষয়টিতে তেমন মনোযোগ দিচ্ছেন না, এমন জানিয়েছেন।

‘এটি একটি কূটনৈতিক প্রশ্ন। আমি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতায় আছি। আমি কি সেরা? হতে পারে। এখনও আমার অনেক উন্নতি করতে হবে। বয়সে আমি এখনো ছোট। তবে হ্যাঁ, বিশ্বাস করি এই বছর ব্যালন ডি’অর জয়ের একটা সুযোগ আমার আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*