বিয়ে করেছেন হলিউডের জনপ্রিয় তারকা ক্রিস ইভান্স ও পোর্তুগিজ অভিনেত্রী আলবা ব্যাপটিস্টা। শনিবার পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। এ বিয়েতে শুধু পরিবার ও নিকটতম বন্ধুরা উপস্থিত ছিলেন।
জানা যায়, অতিথিদের মধ্যে ইভান্সের মার্ভেলের সহ-অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ এবং জেরেমি রেনার ছিলেন। তবে অনুষ্ঠানের গোপনীয়তা রক্ষার্থে অতিথিদের এনডিএ স্বাক্ষর করতে হয়েছিল এবং তাদের জমা দিয়ে যেতে হয়েছিল।
পেজ সিক্সের এক প্রতিবেদন অনুযায়ী, ইভান্সের বিয়ের অনুষ্ঠানটি সুন্দরভাবে হয়েছে। এ তারকা দম্পতি বিয়ের আগে এক বছরেরও বেশি সময় ধরে ডেট করছিলেন।
জানা যায়, এর আগে ২০২২ সালের নভেম্বরে এ দম্পতিকে একসঙ্গে প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গিয়েছিল। এর পর প্রায়ই ক্যাপ্টেন আমেরিকা অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে আলবা ব্যাপটিস্টার প্রতি তার ভালোবাসা প্রদর্শন করছেন।