যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে এক দিনের ব্যবধানে আরও ২৫ টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব সদস্যরা। তবে কাউকে আটক করতে পারেনি র্যাব।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় বন্দরের কেমিকেল শেডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এ ককটেলগুলো উদ্ধার করে যশোর র্যাব-৬ এর সদস্যরা।
র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন বলেন, ‘গোপন খবরে জানতে পারি নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা বেনাপোল স্থলবন্দর এলাকায় ককটেল মজুদ করছে। পরে র্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালানো হয়। বন্দরের ৩৪ নাম্বার কেমিকেল শেডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে ককটেলগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হবে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গত এক সপ্তাহে এ নিয়ে পুলিশ ও র্যাবের তিনটি পৃথক অভিযানে ৬৬ টি ককটেল উদ্ধার ও এক বন্দর শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয়েছে।