DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » ভারতের রাষ্ট্রপতির নৈশভোজে থাকবেন হাসিনা ও মমতা

ভারতের রাষ্ট্রপতির নৈশভোজে থাকবেন হাসিনা ও মমতা

7589_has.jfif

জি২০-র শীর্ষবৈঠকে আসা নেতাদের জন্য নৈশভোজ দিচ্ছেন রাষ্ট্রপতি মুর্মু। সেখানে থাকবেন শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (১০ সেপ্টেম্বর) এই নৈশভোজ দিচ্ছেন রাষ্ট্রপতি। এই নৈশভোজে যোগ দিবেন বিদেশি অতিথিদের পাশাপাশি সব কেন্দ্রীয় মন্ত্রী, সচিব ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলে নৈশভোজে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হতে পারে।

শেখ হাসিনা শুক্রবারই ভারতে এসেছেন। এদিনই তার সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে তিস্তা প্রসঙ্গও উঠতে পারে। আর তিস্তা চুক্তি আটকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই। সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হওয়ার আলাদা গুরুত্ব রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*