DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » বায়ার্নের গ্রুপে ম্যান ইউ, সহজ গ্রুপে রিয়াল মাদ্রিদ ও বার্সা

বায়ার্নের গ্রুপে ম্যান ইউ, সহজ গ্রুপে রিয়াল মাদ্রিদ ও বার্সা

7495_IMG_5624.jpeg

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখকে।

বরুশিয়া ডর্টমুন্ড ও এসি মিলানকে নিয়ে কঠিন গ্রুপ পড়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ‘এফ’ গ্রুপের অন্য দল নিউক্যাসল ইউনাইটেড।

মোনাকোতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ আসরের গ্রুপ পর্বের ড্র।

রেকর্ড ১৪ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ পড়েছে ‘সি’ গ্রপে। যেখানে তাদের সঙ্গী হিসেবে আছে ইতালির নাপোলি, পর্তুগালের ব্রাগা ও জার্মানির দল ইউনিয়ন বার্লিন।

গতবারের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ‘এইচ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগালের পোর্তো, ইউক্রেইনের শাখতার দোনেৎস্ক ও বেলজিয়ামের ক্লাব রয়াল আন্টওয়ের্পকে।

বায়ার্ন ও ইউনাইটেডের সঙ্গে ‘এ’ গ্রুপের অন্য দুই দল কোপেনহেগেন ও গালাতাসারাই।

গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও সহজ গ্রুপে পড়েছে। ‘জি’ গ্রুপে পেপ গুয়ার্দিওলার দলের তিন প্রতিপক্ষ লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড ও ইয়াং বয়েজ।

সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা আর্সেনাল আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী গতবারের ইউরোপা লিগ জয়ী সেভিয়া, পিএসভি আইন্দহোভেন ও লঁস।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। নকআউট পর্ব শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। ফাইনাল হবে ১ জুন, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।

বর্তমান ফরম্যাটে এটিই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আসর। আগামী মৌসুম থেকে দল সংখ্যা ৩২ থেকে বেড়ে হবে ৩৬।

আট গ্রুপ:

গ্রুপ এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই

গ্রুপ বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, লঁস

গ্রুপ সি: নাপোলি, রেয়াল মাদ্রিদ, ব্রাগা, ইউনিয়ন বার্লিন

গ্রুপ ডি: বেনফিকা, ইন্টার মিলান, সালসবুর্ক, রিয়াল সোসিয়েদাদ। 

গ্রুপ ই: ফেইনুর্ড, আতলেতিকো মাদ্রিদ, লাৎসিও, সেল্টিক

গ্রুপ এফ: পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ

গ্রুপ এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়াল আন্টওয়ের্প ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*