আগামীকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী সমাবেশ কর্মসূচি দিয়ে রাখলেও তাদের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করছেন ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী ও অতিরিক্ত উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে আগামীকাল (শুক্রবার) সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।
১ আগস্ট রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। ডিএমপির পক্ষ থেকে ওই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপর আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নেয় দলটি। সেখানে বেলা আড়াইটায় সমাবেশ করার ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করে তারা। তবে এবারও তারা অনুমতি পায়নি।
এক দশক পর জামায়াত ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে গত ১০ জুন। তাদের এই সমাবেশের ব্যাপারে পুলিশ অনুমতি দিয়েছিল।
সরকারের অনুমতি দেওয়া ও জামায়াতের সমাবেশ করার বিষয় নিয়ে সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়।
তবে পরে সিলেট ও চট্টগ্রামেও সমাবেশের অনুমতি পায়নি জামায়াত।