DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » দেশে স্বাধীন মতপ্রকাশের কোনো সুযোগ নেই’

দেশে স্বাধীন মতপ্রকাশের কোনো সুযোগ নেই’

ফরিদপুরে এক স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের স্বাধীন মতপ্রকাশে বাধা দিচ্ছে সরকার। দেশে আজ স্বাধীন মতপ্রকাশের কোনো সুযোগ নেই।

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির সাবেক মহাসচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত কে এম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। লস্করদিয়া ইউনিয়নে কে এম ওবায়দুর রহমানের বাড়িসংলগ্ন মাঠে এ স্মরণসভার আয়োজন করে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি।

আবদুল আউয়াল বলেন, দেশে গুম, নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার, বিচার বিভাগীয় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন ও গ্রেপ্তার, মতপ্রকাশকে সীমিত করা, মিডিয়ার ওপর বিধিনিষেধ, শান্তিপূর্ণ সমাবেশে হস্তক্ষেপ ও বেসরকারি সংস্থা পরিচালনায় নিয়ন্ত্রণ আরোপের মতো পরিস্থিতি বিদ্যমান। দেশের বর্তমান এ পরিস্থিতির কথা বিদেশি মানবাধিকার সংস্থাগুলোও উল্লেখ করেছে, পত্রিকাগুলোতেও ছাপা হচ্ছে।

দেশের জনগণ এখন আর আওয়ামী লিগ সরকারকে দেখতে চায় না দাবি করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হবে। ভবিষ্যতে বিএনপিই সরকার গঠন করবে। যে কারণে সরকারের পায়ের নিচে এখন আর মাটি নেই।

স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বাবার সংগ্রামী জীবন ও কর্মকাণ্ড তুলে ধরেন।

স্মরণসভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদ্দারেছ আলী, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান, সৈয়দ জুলফিকার হোসেন, আতাউর রশিদ ও আজম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ। সভা শেষে কে এম ওবায়দুর রহমানের জন্য দোয়া মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*