DON'T MISS
Home » Bangladesh » কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুকের লাশ, সর্বস্তরের শ্রদ্ধাপ্রকাশিত

কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুকের লাশ, সর্বস্তরের শ্রদ্ধাপ্রকাশিত

কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুকের লাশ, সর্বস্তরের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় উত্তরার বাসা থেকে তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। এসময় তাকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়।

কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

দুপুর পৌনে ১২টায় লাশবাহী অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় নায়ক ফারুকের লাশ। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে লাশ গ্রহণ করা হয়। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাখা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষে নায়ক ফারুকের লাশে শ্রদ্ধা জানান লে. কর্নেল জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান মেজর জেনারেল কবির আহমেদ। পরে স্পিকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়।

গতকাল সোমবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মৃত্যুবরণ করেন। আজ সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় তার লাশ পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*