পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে আল-কাদির ট্রাস্ট মামলায় এ রিমান্ড আদেশ দেন পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আজ ইমরান খানকে আদালতে তুলে ১৪ দিনের রিমান্ড আবেদন করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির ট্রাস্ট মামলায় এ রিমান্ড আবেদন করা হয়। মোহাম্মদ বশিরের আদালতে এ শুনানি হয়।
এ সময় ইমরান খানের আইনজীবী খাজা হ্যারিস রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। তিনি দাবি, করেন এই মামলা এনএববি’র পরিধির বাইরে। এ ছাড়া এনএবি এ মামলায় তদন্তও করেনি।
অন্যদিকে, একটি দায়রা আদালত ইমরান খানকে তোষাখানার মামলায় অভিযুক্ত করে। দুই আদালতই ইসলামাবাদ পুলিশ লাইনসে বসেন। এটিকে ‘একবারের জন্য’ আদালতের মর্যাদা দেওয়া হয়। ইমরান খানের শুনানি উপলক্ষে এখানে নিরাপত্তা জোরদার করা হয়।