প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার (০৮ মে, ২০২৩) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বেশ ক’দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার বিকেলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন।
১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম সমরেশ মজুমদারের। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা-সহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক তিনি।