পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খানকে অল্প সময়ের মধ্যে ফিরিয়ে আনা হবে জানিয়েছেন ডিবি প্রধানহারুন অর রশীদ। ফেসবুক লাইভে এসে বৃহস্পতিবার আরাভ খান ১ মাস ৭ দিন ইন্টারপোলের হেফাজতে জেলে থাকার কথাজানিয়ে ক্ষোভ প্রকাশের পর শনিবার ডিবি প্রধান এই তথ্য জানিয়েছেন।
গোয়েন্দা প্রধান বলেন, আরাভের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ সংযুক্ত আরব আমিরাত সরকার ও ইন্টারপোলকে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার লাইভে এসে আরাভ খান জানান, রেড নোটিস জারি হওয়ার পর ইন্টারপোলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগকরা হয়। এরপর তাকে দেখা করতে বলা হয়। না হলে গ্রেপ্তারের কথা জানানো হয়। পরে তিনি ইন্টারপোল কর্মকর্তাদের সঙ্গেদেখা করেন।
বিনা অপরাধেই জেলে থাকতে হয়েছে দাবি করে আরাভ সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেন, জেনে-বুঝে সংবাদ প্রকাশ করুন।