চীন-পাকিস্তানের থেকে চট্টগ্রামে এলো ২২৬ টন পেঁয়াজ। ছবি : সংগৃহীত
চীন ও পাকিস্তান থেকে গত দুই দিনে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা হয়েছে ২২৬ টন পেঁয়াজ। যা যাচাই-বাছাই শেষে ছাড় দেওয়ার ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ শাহ আলম কালবেলাকে বলেন, রোববার চীন থেকে আমদানি করা হয়েছে ১৬৮ টন পেঁয়াজ। আর সোমবার পাকিস্তান থেকে আমদানি করা হয় ৫৮ টন। এসব পেঁয়াজ খালাসের জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। আমরা যাচাই-বাছাই শেষে ছাড় দেওয়ার ব্যবস্থা করেছি। এ নিয়ে গত ১০ দিনে চীন এবং পাকিস্তান থেকে আমদানি হয়েছে প্রায় এক হাজার টন পেঁয়াজ।