DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » চ্যালেঞ্জ নিতে চাই, ১৪’ ও ১৮’ এর নির্বাচনের চাপ আমাদের উপর: সিইসি

চ্যালেঞ্জ নিতে চাই, ১৪’ ও ১৮’ এর নির্বাচনের চাপ আমাদের উপর: সিইসি

7839_sgd.jpg

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন , ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের চাপ আমাদের ওপর এসে পড়েছে। বলা হচ্ছে ইসির উপর আস্থা নেই, সরকারের উপর আস্থা নেই। আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে চাই।

দ্বাদশ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রবিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে এই নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিয়ে যে সংকট সেটি হলো আস্থার সংকট। প্রতিদিন গণমাধ্যমে বিভিন্ন সংকট নিয়ে কথা বলা হচ্ছে। আগামীতে যে নির্বাচন করবো তাতে যেন আস্থা সংকট তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আগামীতে যে নির্বাচন করতে যাচ্ছি এই নির্বাচনের বিশেষ দিক হচ্ছে অভিযোগের মাত্রা অতিরিক্ত। নির্বাচন নিয়ে সমালোচনা- বিতর্ক থাকতে পারে। অতীতে, এমনকি ব্রিটিশ আমলেও নির্বাচন নিয়ে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*