রোহিঙ্গা সংকট সমাধানে সরকার শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে বাংলাদেশের পক্ষে আনতে পারেনি। বরং জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে পাশ কাটিয়ে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে চুক্তি করেছে। অবাস্তব এই চুক্তির ফলে মিয়ানমারের ওপর তৈরি হওয়া আন্তর্জাতিক চাপ কমে যাবে।
আজ রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন কৌশল’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। সেমিনারে দলটির পক্ষ থেকে এসব বক্তব্য তুলে ধরা হয়। মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল ছয় বছর আগে।
রোহিঙ্গা সমস্যা নিয়ে বিএনপির সেমিনারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকার রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ হয়েছে। মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর জন্য সরকার আন্তর্জাতিক জনমত তৈরি করতে পারেনি। বর্তমানে রোহিঙ্গারা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য সমস্যা তৈরি করছে। রোহিঙ্গা শিবিরে উগ্রবাদ দানা বাঁধছে, বন্দুকযুদ্ধ হচ্ছে। সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দ্বিপক্ষীয় চুক্তি করেছে, যা বাস্তবায়ন প্রায় অসম্ভব।’