আহসান হাবীব
ভিন্ন ভাষায় পাঠানো ই-মেইল পড়ার সময় ভাষা জটিলতায় পড়েন অনেকেই। এ সমস্যা সমাধানে সম্প্রতি জিমেইল অ্যাপে অনুবাদের সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা ব্যবহার করে ১০০টি ভাষায় ই–মেইল অনুবাদ করে পড়া যায়। ফলে ভিন্ন ভাষাভাষীরা সহজেই ই–মেইলে নিজেদের ভাষায় যোগাযোগ করতে পারবেন। জিমেইল অ্যাপে এক ভাষায় লেখা ই-মেইল অন্য ভাষায় পড়ার পদ্ধতি দেখে নেওয়া যাক—
এক ভাষায় লেখা ই-মেইল অন্য ভাষায় পড়ার জন্য প্রথমে অনুবাদ করতে চাওয়া ই-মেইলে প্রবেশ করতে হবে। এরপর ই-মেইলের ডানে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ট্রান্সলেট অপশন নির্বাচন করলেই আগে থেকে নির্ধারিত ভাষায় ই-মেইলটি অনুবাদ হয়ে যাবে। অনুবাদের ভাষা পরিবর্তনের জন্য সেটিংস আইকনে ট্যাপ করে ভাষা নির্বাচন করতে হবে। অনুবাদ করার পপআপ বার্তা মুছে ফেলার প্রয়োজন হলে ডানে থাকা ক্রস চিহ্ন ট্যাপ করতে হবে।