DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » ভারতের ওড়িশায় বজ্রপাতে নিহত অন্তত ১০

ভারতের ওড়িশায় বজ্রপাতে নিহত অন্তত ১০

7518_IMG_5658.jpeg

বজ্রপাতে ভারতের ওড়িশা রাজ্যে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পিটিআইয়ের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, শনিবার প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওড়িশা রাজ্যের ৬টি জেলায় বজ্রপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুইজন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া খুরদাতে আরও তিনজন ব্যক্তি বজ্রপাতে আহত হয়েছেন বলে বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ভুবনেশ্বর এবং কটক শহরসহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই পরিস্থিতিতে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*