লস ব্লাঙ্কোদের সাদা জার্সিতে এই শতকে অভিষেকের পর টানা চার ম্যাচে গোল পেয়েছিলেন শুধু ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। মিডফিল্ডার হয়েও বেলিংহাম পর্তুগিজ মহাতারকাকে ছুঁয়ে ফেলেছেন। তাতে আরও একবার রিয়ালের ত্রাতা হলেন এই ইংলিশ তরুণ।
শনিবার (২ সেপ্টেম্বর) মৌসুমে প্রথমবারের মতো সান্তিয়াগো বের্নাব্যুতে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে গেতাফের বিপক্ষে এদিন শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। ১১ মিনিটে রিয়ালেরই সাবেক খেলোয়াড় বোর্হা মায়োরাল গোল করে গেতাফেকে এগিয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধে হোসেলুর গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বেলিংহামের গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়।
চলতি মৌসুমে চার ম্যাচ খেলে ৫ গোল করে ফেললেন ২০ বছর বয়সী বেলিংহাম। রিয়ালও টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল।