বিএনপির আন্দোলন হাত–পা ছেড়ে শুয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোথায় গেল বিএনপির আন্দোলন? আন্দোলন গোলাপবাগের গরুর হাটে গিয়ে হোঁচট খেল, গর্তে পড়ে গেল। পদযাত্রায় আর হয় না, তাই বিএনপি এখন শোকমিছিল করছে।
আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্র সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এ ছাত্র সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।
ওবায়দুল কাদের বলেন, আজ দেশ–বিদেশে কত ষড়যন্ত্র, কত চক্রান্তের খেলা। তারা জানে, দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচনে তাঁকে হারাতে পারবে না। সে জন্য ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে হটানোর চক্রান্ত করছে। নিষেধাজ্ঞা, ভিসা নীতি প্রয়োগ করতে চাইছে। গত ১৫ বছরে দেশে বিশাল রূপান্তর ঘটেছে। এ রূপান্তরের কারিগর শেখ হাসিনা। এই অগ্রযাত্রার কীর্তি মুছে দেওয়ার চক্রান্ত তারা করছে।
এক–এগারোর মতো অস্বাভাবিক সরকার দেশে আর হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বিদেশি মুরব্বিদের ডাকছে, হঠাও শেখ হাসিনা। আদালতের আদেশে যে তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, সেটাকে আবার জীবিত করতে চায়। এটা হবে না। বাংলার মানুষ চায় না। এক–এগারো ভুলিনি। আবারও অস্বাভাবিক সরকার বাংলার মাটিতে হতে দেব না। নির্বাচনের আর বেশি সময় নেই। প্রস্তুত হয়ে যান, গণতন্ত্রকে বাঁচাতে খেলা হবে।’
বিএনপির অন্তরে জ্বালা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক চোর অপবাদ দিয়ে সরে গেছে। শেখ হাসিনা নিজের টাকায় পদ্মা সেতু করে প্রমাণ করেছেন, আমরা বীরের জাতি। পদ্মা সেতু নিয়ে বিএনপির অন্তর্জ্বালা। তিন ঘণ্টায় বরিশাল, সাড়ে তিন ঘণ্টায় খুলনা। ঢাকায় আবার মেট্রোরেল। অন্তর্জ্বালায় জ্বলছে বিএনপি, জ্বলছে তারেক রহমান। শেখ হাসিনা উন্নয়ন করছেন, এটাই তাদের মনে কষ্ট। মানুষ খুশি, বিএনপি অখুশি।’
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন। এ মাসে একটার পর একটা উদ্বোধন। আগামী মাসেও একটার পর একটা উদ্বোধন হবে। বিএনপি হাত–পা ছেড়ে শুয়ে পড়েছে। কোথায় গেল আন্দোলন—বিএনপির আন্দোলন? ১০ ডিসেম্বর দিবাস্বপ্ন, শেখ হাসিনার সরকার আর নেই। এখন কী হলো? সেই আন্দোলন গোলাপবাগের গরুর হাটে গিয়ে হোঁচট খেল, গর্তে পড়ে গেল। পদযাত্রায় আর হয় না, তাই বিএনপি এখন শোকমিছিল করছে।