গণতন্ত্রহীনতার সুযোগে বিদেশি অপশক্তি দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে: সিপিবি
গণতন্ত্রহীনতার সুযোগে বিদেশি অপশক্তি দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং নানা ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ব্যক্তি-গোষ্ঠীর স্বার্থরক্ষাকারী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতে ও ক্ষমতায় যেতে তাদের (বিদেশিদের) দেনদরবারে সায় দিচ্ছে। ক্ষমতাসীনদের কথায় বেরিয়ে আসছে, ক্ষমতায় থাকতে বা ক্ষমতায় যেতে নাকি দেশের স্বার্থ বিসর্জন দিতে হয়। তাদের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে পদযাত্রা কর্মসূচির আগে কাফরুল থানা এলাকায় সমাবেশে সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। তিনি বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।