DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » উয়েফা’র বর্ষসেরা ফুটবলার হালান্ড

উয়েফা’র বর্ষসেরা ফুটবলার হালান্ড

7497_IMG_5626.jpeg

২০২২-২৩ মৌসুমে রঙিন সময় কাটিয়েছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে রেখেছেন অনবদ্য অবদান। সিটিজেনদের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এবার নরওয়েজিয়ান তারকা।

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনে উয়েফা বর্ষসেরা অ্যাওয়ার্ডের ২০২২–২৩ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। গত ১৭ আগস্ট বর্ষসেরার দৌড়ে মনোনীত সেরা তিনজনের নাম জানিয়েছিল উয়েফা।

বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া হালান্ড ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জিতেছেন। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ড করেছেন ২৩ বর্ষী তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের আনন্দে মেতেছিল পেপ গার্দিওলার দল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড ৫৩ ম্যাচে করেছিলেন ৫২ গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*