প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের পাসপোর্ট ফেরত না দেওয়ার আদালতের সিদ্ধান্তে গভীর হতাশা ব্যক্ত করেছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট-সিপিজে। পাসপোর্ট না পাওয়ায় তিনি সুইডেনে অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজিএন) সম্মেলনে যোগ দিতে পারছেন না রোজিনা ইসলাম।
বৃহস্পতিবার এক এক্স বার্তায় (সাবেক টুইটার) সিপিজে-এশিয়া এই হতাশা ব্যক্ত করে। একই সঙ্গে রোজিনা ইসলামকে হয়রানি বন্ধ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বৈশ্বিক এই সংগঠনটি। পাশাপাশি তাঁর পাসপোর্ট ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
সাংবাদিক রোজিনা ইসলাম ২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে হেনস্তা-নির্যাতনের শিকার হন। তাঁকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয়।
পরে তাঁকে শত বছরের পুরোনো ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে’ গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তিনি সাত দিন কারাভোগ করে জামিনে মুক্তি পান। ফৌজদারি কার্যবিধিতে শর্তসাপেক্ষ জামিনের কোনো বিধান না থাকলেও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছিল।