DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » চার বছর পর বিদেশে আটকে পড়া নাগরিকদের ফেরার সুযোগ দিচ্ছে উত্তর কোরিয়া

চার বছর পর বিদেশে আটকে পড়া নাগরিকদের ফেরার সুযোগ দিচ্ছে উত্তর কোরিয়া

7460_tyywr.jpg

মহামারি করোনায় সীমান্ত নিয়ন্ত্রণের কারণে প্রায় চার বছর বিদেশে অবরুদ্ধ থাকা নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া শুরু করবে উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, প্রত্যাবর্তনকারী ব্যক্তিদের কোভিড ডেডিকেটেড স্থাপনায় চিকিৎসকদের তত্ত্বাবধানে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

২০২০ সালের মার্চে চীনের উহান শহরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। বিশ্বের কঠোরতম সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করে উত্তর কোরিয়া।

বিবিসির খবর অনুসারে, ২০২০ সালের পর পিয়ংইয়ংয়ের প্রথম বিমান মাত্র কয়েক দিন আগে বেইজিংয়ে অবতরণ করে। এরপর বিদেশে আটকা পড়া নাগরিকদের বিষয়ে ঘোষণা এলো। এই সিদ্ধান্তকে কোভিড বিধিনিষেধ শিথিলের সর্বশেষ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*