শান্তি সমাবেশের’ নামে আওয়ামী লীগ অশান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশন। তারা বলেছে, বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ আন্দোলনে দমন-পীড়ন চালানো হচ্ছে, সভা-সমাবেশে হামলা হচ্ছে। এই সরকারের অগ্নিসন্ত্রাসের নাটক আজকে মানুষের কাছে উন্মোচিত। এই নাটক করে তারা পার পাবে না। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতারা এসব কথা বলেন। ‘শান্তি সমাবেশের নামে মাদ্রাসাছাত্র রেজাউল করিমকে হত্যা, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা এবং শিক্ষার্থীদের জোর-জবরদস্তি করে সভা-সমাবেশে নিয়ে যাওয়ার প্রতিবাদে’ এই সমাবেশের আয়োজন করে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান। তিনি বলেন, ‘শান্তি সমাবেশে রেজাউল নামের এক মাদ্রাসাছাত্রকে হত্যা করা হলো। এই হত্যার দায় কার, সেই প্রশ্ন আমরা আয়োজকদের কাছে রাখতে চাই। ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে প্রশাসন এবং তাদের ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগের অস্ত্রধারীরা হামলা চালিয়েছে। শান্তি সমাবেশের নামে তারা অশান্তি তৈরি করছে। তারা মোটরসাইকেলের সশস্ত্র মহড়া দিয়েছে, বিরোধী নেতা-কর্মীদের রক্তাক্ত করেছে। এই সন্ত্রাসীরা আজকে মুঠোফোন চেক করে বিরোধী দল খুঁজে বেড়াচ্ছে। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ।’ মশিউর রহমান খান বলেন, ‘আজকের লড়াই শুধু আওয়ামী লীগের হাত থেকে বিএনপির হাতে ক্ষমতা যাওয়ার লড়াই নয়, এই লড়াই ভোটের অধিকার এবং দেশ কোন পথে পরিচালিত হবে, সেটি নির্ধারণের লড়াই। সেটি নির্ধারণ করবে দেশের জনগণ। ভোটাধিকার আমাদের মর্যাদার প্রতীক। এটি যারা কেড়ে নিয়েছে, এই লড়াই তাদের বিরুদ্ধে। বর্তমান সরকারের অগ্নিসন্ত্রাসের নাটক আজকে মানুষের কাছে উন্মোচিত। এই নাটক করে তারা পার পাবে না।’
Home » UK NEWS » Bangladesh politics » ‘শান্তি সমাবেশের’ নামে অশান্তি করছে আওয়ামী লীগ: ছাত্র ফেডারেশন