DON'T MISS
Home » Bangladesh » ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর

ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর

6459_Onion.jpg

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি 

পেঁয়াজের দাম এভাবে বাড়তে থাকলে ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও বৈশ্বিক বিষয়াবলিবিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল হেলেনা কনিগের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাজারে পেঁয়াজের দাম অল্প দিনের ব্যবধানে অনেক বৃদ্ধির বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় পেঁয়াজের উৎপাদন পর্যাপ্ত হওয়ার কারণে আমদানি কমিয়ে দেওয়া হয়েছে। বাজারে তদারক করা হচ্ছে। যদি পেঁয়াজের দাম বাড়তেই থাকে, তাহলে আমদানি করা হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা। ১ মাস আগে যা ছিল ৩০ থেকে ৪০ টাকা। সেই হিসাবে এক মাসে দাম বেড়েছে ৭৯ শতাংশ।

টিসিবির হিসাবে বাজারে আমদানি করা পেঁয়াজের দাম এখন প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা। এক মাস আগে আমদানি করা পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা। এক মাসের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৫৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*