DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » সালাউদ্দিনকে অনারারি সদস্যপদ থেকে বহিষ্কার

সালাউদ্দিনকে অনারারি সদস্যপদ থেকে বহিষ্কার

গত মঙ্গলবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন শুরুর আগে সালাউদ্দিনের কিছু কথা রেকর্ড হয় এবং পরে চাউর হয়ে যায়। সেখানে গণমাধ্যমকর্মীদের এবং তাদের পরিবার নিয়ে আপত্তিকর কথা বলতে শোনা যায় বাফুফে সভাপতিকে। পরে বিষয়টি নজরে আসায় তড়িঘড়ি করে ক্ষমা চেয়েছেন তিনি।

ওই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সালাউদ্দিন জানালেন তার ‘কপাল খারাপ’। ব্যক্তিগত আলাপচারিতা প্রকাশ্যে আসায় ভাগ্যকেই দুষছেন বাফুফে সভাপতি।

“কালকে আমরা নিজেরা বসে মজা করছিলাম, এটা ব্যক্তিগত, মিডিয়ার জন্য নয়। এটা টেপ করে ছড়িয়ে দিয়েছে। যখনই এটা আমার নজরে এসেছে, আমি সাথে সাথে শুনে যেটা সচারচর করি না (ভিডিও বার্তা দেওয়া), সেই ভিডিও করে বলেছি, আমরা ব্যক্তিগতভাবে মজা করছিলাম, এটা সবার জন্য নয় এবং টেপ করে নিয়ে গেছে। এই কথায় যদি কাউকে আঘাত দিয়ে থাকি, তাহলে আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী। আর কী বলব?”

“একটা রেফারেন্স আমি দিচ্ছিলাম। এটা নিয়ে ব্যক্তিগতভাবে আলাপ হচ্ছিল। দেখুন, আমি আমার বেডরুমে বা ব্যক্তিগত জীবনে কী করি, সেটা বাইরে এলে জীবন কঠিন হয়ে যায়। আমি যদি প্রকাশ্যে বলতাম, তাহলে অবশ্যই অন্যায় হত এবং এটা যখন রেকর্ড করে পাবলিকলি দিয়ে দিয়েছে, আমি তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়েছি এবং সেটা পাবলিকলি ক্ষমা চেয়েছি। এটা দুর্ভাগ্যজনক যে বাইরে এসেছে। এটা ব্যক্তিগত মজা করা ছিল, কিন্তু আমার কপাল খারাপ।”

গণমাধ্যমকর্মী এবং তাদের পরিবারকে উদ্দেশ করে ‘আপত্তিকর ও কুরুচিপূর্ণ’ মন্তব্যের কারণে অনারারি সদস্যপদ থেকে সালাউদ্দিনকে বহিষ্কার করার সিদ্ধান্ত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ২০১২ সালে এই সাবেক তারকা ফুটবলারকে অনারারি সদস্যপদ দিয়েছিল ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*