অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার। ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবহন বিভাগে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় আকষ্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) কে.এন.রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্যোতির্ময় সরকার ২০১২ সালে ৩০ তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। তাঁর মৃত্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।