DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » গাজায় পানি সংকটের মধ্যে সাময়িক স্বস্তি আনল বৃষ্টি

গাজায় পানি সংকটের মধ্যে সাময়িক স্বস্তি আনল বৃষ্টি

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনীর হামলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভারি বৃষ্টিপাত হয়েছে। শীতের এই ভারি বৃষ্টি বন্যা ও রোগজীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়ালেও গাজায় সাময়িকভাবে কিছুটা স্বস্তি এনেছে।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) গাজায় বৃষ্টি-পরবর্তী পরিস্থিতির একটি ভিডিও শেয়ার করেছে আলজাজিরার আরবি বিভাগ। ভিডিওতে দেখা যায়, অল্প বয়সী একটি ফিলিস্তিনি ছেলে বৃষ্টির পানিতে ময়লা পোশাক পরিষ্কার করছে। গাজার বাসিন্দারা খাবার পানি হিসেবে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখছেন।

ইসরায়েলি বোমা হামলায় ২৩ লাখের বেশি মানুষের গাজায় পানি সরবরাহ ব্যবস্থার বেশির ভাগই বিনষ্ট হয়ে গেছে।

তবে শীতের এই বৃষ্টির কারণে দুর্ভোগও পোহাতে হয়েছে গাজাবাসীকে। ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে রাস্তাঘাট ভেসে গেছে। অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে।

জাতিসংঘের মানবিক কার্যালয় (ওসিএইচএ) অনুসারে গাজার প্রায় ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ আইডিপি ইউএনআরডব্লিউএ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বাকিরা সরকার পরিচালিত আশ্রয়কেন্দ্রে বা হোস্ট পরিবারের সঙ্গে আছেন। অবরুদ্ধ এই অঞ্চলের সবচেয়ে দক্ষিণের শহর রাফায় অবস্থান করছেন ৫ লাখ ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*