DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

দুর্ঘটনা মার্কিন যুদ্ধবিমানের পিছু ছাড়ছে না। আবারও দুর্ঘটনায় পড়েছে মার্কিন যুদ্ধবিমান। এবার দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 

সামরিক সূত্রের বরাতে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেনাদের ট্রেনিং চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হলেও এটির পাইলট তার আগেই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। 

ইয়োনহাপ জানিয়েছে, মার্কিন বিমানঘাঁটি গুনসানের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। 

এ ঘটনার বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি। অন্যদিকে ঘটনার বিষয়ে তাৎক্ষণিক দক্ষিণ কোরিয়ার মার্কিন সামরিক কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয়নি। 

এর আগে চলতি বছরের মে মাসে সিউলে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ওই সময়ে জানানো হয়ে যে, রুটিন মহড়া চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। এটির দুর্ঘটনায় পড়লেও ওই সময়ে পাইলট নিরাপদে বের হয়ে এসেছিলেন। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এছাড়া গত মাসের শেষে বিবিসি জানায়, জাপানের ইয়াকুশিমা দ্বীপের উপকূলে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন ওই বিমানটির ৮ জন সেনা সদস্যের সবাই। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানটি ওসপ্রে ধরনের।

বিশেষভাবে প্রস্তুত ইঞ্জিন ও প্রপেলার ব্লেড থাকায় এই উড়োজাহাজগুলো প্রয়োজন অনুসারে বিমান এবং হেলিকপ্টার উভয় ধরনের টেক অফ ও উড্ডয়নে সক্ষম। জাপানের কোস্টগার্ড বাহিনীর এক মুখপাত্র জানান, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে যুদ্ধবিমানটি ইয়াকুশিমা দ্বীপের কাছাকাছি সমুদ্রে আছড়ে পড়ে এবং ডুবে যায়।

ওই মুখপাত্র বলেন, আমরা ওই সেনাদের সন্ধানে তৎপরতা চালাচ্ছি। এখনো কোনো খোঁজ পাইনি। আপাতত আমাদের কাছে এর বেশি তথ্য নেই। এর আগে গত আগস্টে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল মার্কিন সামরিক বাহিনীর একটি ওসপ্রে বিমান। এতে পাইলটসহ ওই বিমানটিতে অবস্থান করা ২৩ মার্কিন সেনার সবাই নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*