ছবি : সংগৃহীত
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া অফিস রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
খালিজ টাইমস জানায়, অনলাইনে ছড়ানো ভিডিওগুলোতে দেখা গেছে, এ অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে মক্কার রাস্তাগুলো প্লাবিত হয়েছে ৷ ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি দেশের বিভিন্ন স্থানে হলুদ সতর্কতা জারি করেছে।
দেশটির আবহাওয়া অফিসের মতে, বুধবার পর্যন্ত বৃষ্টি, বজ্রঝড় এবং ধূলিঝড় অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ‘আরব স্টর্মস’ নামের একটি পেজে প্রকাশিত বেশকিছু ভিডিওতে দেখা যায়, গাড়িগুলো বৃষ্টিতে প্লাবিত রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। পার্ক করা গাড়িগুলোর জানালার কাছে পানি পৌঁছে গেছে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, কাবার কাছে তীর্থযাত্রীরা প্রচণ্ড বৃষ্টি এবং প্রবল বাতাসের ভেতরে ইবাদত করছেন। এ সময় কিছু লোককে ছড়িয়ে-ছিটিয়ে আশ্রয় খুঁজতে দেখা যায়।
এ ছাড়া, সৌদি আরবের আরেক গুরুত্বপূর্ণ শহর জেদ্দায়ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।