আওয়ামী লীগ
দফায় দফায় শরিক ও মিত্রদের সঙ্গে বৈঠক করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু আসন ভাগাভাগি বা সমঝোতার বিষয়ে জাতীয় পার্টি (জাপা) ও ১৪-দলীয় জোটকে চূড়ান্ত কথা দিচ্ছে না ক্ষমতাসীনেরা। ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত এভাবে শরিক ও মিত্রদের অপেক্ষায় রাখতে চাইছে আওয়ামী লীগ। অন্যদিকে জাপা ও ১৪ দলের শরিকেরা আসন নিশ্চয়তার আশায় ঘুরছে আওয়ামী লীগের পেছনে।
গতকাল রোববার রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলটির জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে বসেন শরিকেরা। কিন্তু আসন–সমঝোতার প্রশ্নে এই বৈঠকেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।