DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন, যা বললেন চুন্নু

প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন, যা বললেন চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত

ভাবমূর্তি নষ্ট করতেই আমার প্রার্থিতা বাতিল চেয়ে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন কমিশনে আবেদন করছেন বলে মন্তব্য করলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

শনিবার (৯ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসলে উদ্দেশ্যপূর্ণভাবেই অভিযোগ করা হয়েছে। তবে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। কেন অভিযোগ করা হলো, অভিযোগে কি কি প্রসঙ্গ আছে, তা জেনে আমার পক্ষ থেকে আইনজীবী অবশ্যই তার জবাব দিবেন। 

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মুজিবুল হক চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ওই আসনে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ। তার এই অভিযোগ প্রসঙ্গে জাপা মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, মনোনয়ন ফরমে সিভিল মামলার তথ্য দেওয়ার কোনো ঘর নেই। আছে ফৌজদারি মামলার তথ্য চাওয়ার ঘর। আমার বিরুদ্ধে অভিযোগকারী কেন এই অভিযোগ আনলেন তা বোধগম্য নয়। তবে তিনি তার মনোনয়ন ফরমে ফৌজদারি মামলার তথ্য গোপন করেছিলেন। তাই তার মনোনয়ন ফরম বাতিল হয়েছে বলে জেনেছি। আমি কোনো অভিযোগ করিনি তার বিরুদ্ধে। পুলিশই এই তথ্য জানিয়েছে। 

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা দুই দিন আগে আওয়ামী লীগের সাথে নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেছি। দেখা যাক কি হয়। রাজনীতিতে আর নির্বাচনে চূড়ান্ত বলে কোনো কথা নেই। 

তিনি বলেন, আসন সমঝোতা নিয়ে আমাদের দেশেই শুধু নয়। ভারতে যান দেখবেন। বিজেপি ভারতের এত বড় দল, তারাও সব আসনে প্রার্থী দেয় না। কিছু আসন খালি রাখে। জোট করলে তাদের আসন ছেড়ে দেয়। সমঝোতা প্রকাশ্যেই হোক বা নীরবে-নিভৃতে হোক, আসন শূন্য রেখে দেয়। এটা পাকিস্তানেও। তাই এটা শুধু বাংলাদেশেই হয়, তা নয়।

তিনি বলেন, আমি গতকাল (শুক্রবার) আমার এলাকায় গিয়েছিলাম একটি বিয়ের অনুষ্ঠানে। ওখানে ৮-১০ হাজার লোক দাওয়াতে আসেন। তাদের সঙ্গে কথা বলে বুঝলাম, যদি সঠিকভাবে নির্বাচনের পরিবেশ থাকে, তাহলে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। আমার বিশ্বাস, ভোট ঠিকমতো হলে জাতীয় পার্টি জিতবে। তবে সব নির্ভর করছে নির্বাচন কমিশন পরিবেশ কেমন রাখে তার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*