DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » নেপালে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ১২৮

নেপালে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ১২৮

8155_13.jpg

নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত অন্তত ১২৮ জন নিহত হয়েছে। ভারতের বেশ কিছু অঞ্চলেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভারতে কোনো হতাহত হয়েছে কি না সে খবর পাওয়া যায়নি। এ খবর দিয়েছে কাঠমান্ডু পোস্ট।

দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ১২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় জেলা জাজারকোটে।

জেলার উপ-পুলিশ সুপার সন্তোষ রোকা বলেছেন, জাজারকোট ও পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, শুধু জাজারকোটেই ৪৪ জন মারা গেছেন। সেখানে নিহতদের মধ্যে একজন মেয়রও রয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক।

পশ্চিম রুকুমের পুলিশসুপার জানিয়েছেন, তার এলাকায় ৩৬ জন নিহত হয়েছে। তাছাড়া আটবিস্কোট পৌরসভায় ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও আটজন মারা গেছেন সানিভেরী পল্লী পৌরসভা এলাকায়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*