DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » বিশ্বকাপে সাকিবদের ব্যর্থতা নিয়ে যা বললেন তামিম ইকবাল

বিশ্বকাপে সাকিবদের ব্যর্থতা নিয়ে যা বললেন তামিম ইকবাল

8160_126.jpg

ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ঘিরে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার কমতি ছিল না। থাকবেই না কেন, ওয়ানডে সুপার লিগে দাপট দেখানো দলটা ক্রিকেটের এই ফরম্যাটে সাম্প্রতিক কয়েক বছরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল বেশ ভালোভাবেই। আশার বেলুন উড়িয়ে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসানরাও। তবে টানা ব্যর্থতায় সেই বেলুন চুপসে গেছে।

১০ দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টাইগাররা বাদ পড়ে গেছে সবার আগেই। লাইমলাইটে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে নাজুক পরিস্থিতি দলের ভরাডুবির বড় কারণ। এমন দুঃসময়ে ভক্ত-সমর্থকদের বারবার মনে পড়ছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের কথা। বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ফিরলেও শেষ পর্যন্ত আর খেলা হয়নি দেশসেরা এই ওপেনারের।

দলের টানা ব্যর্থতায় সাকিবদের কচুকাটা করছেন সমর্থকরা। ক্রিকেটারদের এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন তামিম। জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠানে গিয়ে সাবেক টাইগার এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো ইমোশনাল (আবেগী) যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি। এখন আমরা একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি।’

ক্রিকেটারদের এমন পারফরম্যান্সের ভুক্তভোগী হচ্ছে তাদের পরিবারও। যে কারণে তামিম জানালেন দিনশেষে তারাও মানুষ, ‘একটু চিন্তা করেন ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ।’

বিশ্বকাপে তামিমকে মিস করছেন সমর্থকদের অনেকেই। এ প্রসঙ্গে তিনি, ‘আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না। বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত।’ তামিমের আবারও ক্রিকেটে ফেরা অনিশ্চিত বলে গুঞ্জন রয়েছে। চট্টলার এই ক্রিকেটারও ধোঁয়াশা রেখে দিলেন। বলেন, ‘জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*