DON'T MISS
Home » Entertainment » সিরিয়ার হোমসে ইসরায়েলি হামলা, ৫ সেনা আহত

সিরিয়ার হোমসে ইসরায়েলি হামলা, ৫ সেনা আহত

সিরিয়ার হোমসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবারের (২ এপ্রিল) এই হামলায় ৫ সিরীয় সেনা আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে  উত্তর-পশ্চিম বৈরুতের দিকে থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

মন্ত্রণালয় আরও জানায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি ছুঁড়ে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। 

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা গোয়েন্দা সংস্থার দুই সদস্য জানান, প্রাচীন পালমিরা শহরের কাছে অবস্থিত টি-৪ বিমানঘাঁটি ও লেবানন সীমান্তবর্তী আল দাবা বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তেল আবিব।

তারা আরও জানান, দুটি বিমানবন্দরেই ইরানি সেনা ও লেবাননভিত্তিক হিজবুল্লাহ’র সেনা মোতায়েন আছে। তবে তাদের দেওয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। সিরিয়ায় ইরানি সেনা থাকার অভিযোগ অস্বীকার করেছে দামেস্ক।

সাম্প্রতিক সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মত সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল। শুক্রবারের (৩১ মার্চ) হামলায়, ক্ষয়ক্ষতিসহ ইরানের বিপ্লবী গার্ডের ২ সামরিক পরামর্শক নিহত হন। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*