DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » এখন থেকেই নির্বাচনে কারচুপি ও দখলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

এখন থেকেই নির্বাচনে কারচুপি ও দখলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

ঢাকা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৩৮ 

গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে  বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে  বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এখন থেকেই আওয়ামী লীগের নির্বাচনে কারচুপি ও দখলপ্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ওদের (আওয়ামী লীগের নেতাদের) বক্তৃতার মধ্যে দেখবেন একটাই জোর দিচ্ছে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতেই হবে। অ্যাট দ্য কস্ট অব কান্ট্রি, অ্যাট দ্য কস্ট অব নেশন, অ্যাট দ্য কস্ট অব ডেমোক্রেসি।’

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম ওই মন্তব্য করে কথাগুলো বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ, জাতি এবং গণতন্ত্রের মূল্যে একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী রাখতেই হবে। যে জাতি স্বাধীনতার জন্য লড়াই করেছে, ত্যাগ করেছে, সেই জাতি এটি কীভাবে মেনে নেবে।

১৯ সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিএনপির মহাসচিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘শত প্ররোচনার মুখেও আমরা একেবারেই শান্তিপূর্ণ আন্দোলন করছি এবং গ্রেপ্তার, মামলা, অত্যাচার-নির্যাতনের পরও আমরা আন্দোলন করছি। আমরা শেষ পর্যন্ত যাব। এটা নির্ভর করবে সরকারের ওপর। সরকারের আচরণ কী হচ্ছে, তার ওপর নির্ভর করবে।’

শুভবুদ্ধির পরিচয় দিয়ে জনগণের কল্যাণে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যত দিন আপনি থাকবেন, দেশ আরও সংঘাতের দিকে যাবে, আরও খারাপের দিকে যাবে এবং সংঘাত আরও বাড়তে থাকবে। এখনো তো সংঘাত শুরু হয়নি। জনগণ যেভাবে এগোচ্ছে, তাতে জনগণ তো রুখে দাঁড়াবে—পরিষ্কার বোঝা যাচ্ছে এটা। জনগণ লড়াই করে, যুদ্ধ করেই স্বাধীনতা এনেছে। অতীতের মতো এবারও জনগণ রুখে দাঁড়াবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*