DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » আরো দুটি মাইক্রোবাস উপহার পাচ্ছেন হিরো আলম

আরো দুটি মাইক্রোবাস উপহার পাচ্ছেন হিরো আলম

7622_IMG_5823.jpeg

হিরো আলমকে এবার দুটি মাইক্রো উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন দুই ব্যবসায়ী। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। t

হিরো আলম বলেন, কয়েকদিন আগে মাইক্রো উপহার দেওয়ার উদ্দেশে আমার অফিসে এসেছিলেন দুজন ব্যবসায়ী। তারা মূলত আমার সঙ্গে যোগাযোগ করতে এসেছিলেন। তারা স্বেচ্ছায় আমাকে ভালোবেসে মাইক্রো উপহার দিতে চান। 

তিনি আরও বলেন, আমাকে মাইক্রো উপহার দিলে আমি সেই মাইক্রোগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করব না, সেগুলোকে জনগণের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করে দেব। 

উপহার দিতে চাওয়া ব্যক্তিদের নাম জানতে চাইলে হিরো আলম বলেন, যশোরের একজন গাড়ি ব্যবসায়ী। তিনি রোহিঙ্গা ক্যাম্পেও একটি গাড়ি উপহার দিয়েছেন বলে শুনেছি। আরেকজন হলেন সাভারের গার্মেন্টস ব্যবসায়ী ছোটন আহমেদ। 

কখন আপনার নিকট মাইক্রো হস্তান্তর করতে পারে? প্রশ্নোত্তরে তিনি বলেন, তারা নির্দিষ্ট করে সময় বলেননি। তারা গাড়ি হস্তান্তর করলে আমি সবাইকে জানাব। 

এর আগে হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামের শিক্ষক মোখলেসুর রহমান হিরো আলমকে ভালোবেসে উপহার দিয়েছিলেন টয়োটা নোয়াহ ১৯৯৮ মডেলের একটি মাইক্রোবাস। সেই গাড়িটিকে অ্যাম্বুলেন্সে পরিণত করেছেন হিরো আলম। এ অ্যাম্বুলেন্সটি বগুড়ার এরুলিয়া এলাকায় সদর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলার গরিব মানুষের জন্য সেবা দেওয়া হবে।

উল্লেখ্য, হিরো আলম গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন।

সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*