DON'T MISS
Home » Entertainment » কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে শীর্ষে নেইমার

কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে শীর্ষে নেইমার

7604_fsj.jpg

কাতারে বিশ্বকাপের মঞ্চে নেইমারের সুযোগ ছিল ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাওয়ার। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় সেলেসাও বাহিনী। পরে চোটের কারণে দীর্ঘ নয় মাস জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি ৩১ বর্ষী নেইমার। ফিরে আগামী বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করে পেলেকে ছাড়িয়ে গেলেন ব্রাজিলীয় তারকা।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৬১ ও ৯৩ মিনিটে দুটি গোল করেন নেইমার। তাতে মাইলফলক ছুঁয়েছেন আল হিলাল তারকা। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতার নাম নেইমার। ভেঙেছেন ৫২ বছর আগে গড়া পেলের রেকর্ড।

ব্রাজিল জার্সিতে ৭৭টি গোল করেছেন পেলে। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার সেটি ছুঁয়ে ফেললেও ছাড়িয়ে যেতে অপেক্ষা ছিল।

ব্রাজিল জার্সিতে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন পেলে। প্রয়াত কিংদন্তির রেকর্ড ভাঙতে অবশ্য নেইমারকে খেলতে হল ১২৫ ম্যাচ, গোল এখন ৭৯টি। তালিকার তিনে থাকা রোনাল্ডো নাজারিও ৯৯ ম্যাচে করেছেন ৬২ গোল।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*