DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তামিল প্রযোজক চন্দ্রশেখর

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তামিল প্রযোজক চন্দ্রশেখর

7597_kasghb.jpg

চলতি বছরেই এক নায়িকাকে বিয়ে করে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তামিল প্রযোজক রবিন্দর চন্দ্রশেখর। তবে এবার আরও একটি কারণে আলোচনায় এসেছেন তিনি। প্রায় ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এ প্রযোজককে।

তামিল চলচ্চিত্র জগতে বেশ জনপ্রিয় রবিন্দর। তার লিব্রা প্রোডাকশনসের ব্যানারে তৈরি হয়েছে একাধিক হিট সিনেমা। চলতি বছরেই তিনি বিয়ে করেন তামিল অভিনেত্রী মহালক্ষ্মীকে। এ নিয়েই চর্চা হয়েছিল বেশ। কারণ দু’জনের শারীরিক গঠনে রয়েছে বিপুল পার্থক্য। ‘মোটা বরের সুন্দরী বউ’, ‘টাকার জন্য প্রযোজককে বিয়ে করেছেন অভিনেত্রী’, এমন কটাক্ষ করা হয়েছে তাদের বিয়ের ছবিতে। তবে ফের আলোচনায় এসেছেন রবিন্দর।

জানা গেছে, দেশটির চেন্নাইয়ের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে রবিন্দরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ২০২০ সালে পৌরসভার আবর্জনা থেকে শক্তি উৎপাদনের বরাত নিয়েছিল রবিন্দরের সংস্থা। এই কাজে আরও দুই বিনিয়োগকারীকে যুক্ত করা হয়েছিল। তাদের থেকে নেওয়া হয়েছিল ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। আর এ টাকা নেওয়ার পর তার সংস্থা কাজ শুরু করেনি। আবার টাকা ফিরিয়েও দেয়নি। তাতেই এ অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রযোজককে। আচমকা তার গ্রেপ্তারের খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় রবিন্দর ভুয়া নথি দেখিয়েছিলেন। ফলে সমস্যা আরও জটিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*