প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের প্রথম দিনে সম্প্রতি মারা যাওয়া দুইজন সংসদ সদস্যের স্মরণে আনা শোকপ্রস্তাবের আলোচনায় বক্তব্য দেন।বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। উন্নয়নের ধারা একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছেছে। সংসদ সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে এটা সম্ভব হয়েছে।
গতকাল রোববার জাতীয় সংসদে শোকপ্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। চলতি একাদশ জাতীয় সংসদের সদস্য নাটোর-৪ আসনের আবদুল কুদ্দুস ও নেত্রকোনা-৪ আসনের রেবেকা মমিনের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করে জাতীয় সংসদ।
চলতি সংসদে এ পর্যন্ত ২৮ জন সংসদ সদস্যের মৃত্যু হয়েছে জানিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘নতুন যাঁরা নির্বাচিত হয়ে এসেছেন, তাঁদের কাছে আবেদন থাকবে যে আদর্শ ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। ’
প্রয়াত সংসদ সদস্য আবদুল কুদ্দস, রেবেকা মমিন ও সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষের সেবা করাটাই সব থেকে বড় পাওয়া। এর চেয়ে বড় কিছু নেই। রাজনৈতিক নেতাদের জন্য এটাই সব থেকে বেশি প্রয়োজন। আজকে যাঁরা মারা গেছেন, তাঁদের অবদান রয়েছে, যে কারণে আমরা এত দূর আসতে পেরেছি।’
শোকপ্রস্তাবের ওপর বক্তব্য দেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওয়াসিকা আয়শা খান, জুনাইদ আহ্মেদ, সাজ্জাদুর রহমান, শফিকুল ইসলাম, আশরাফ আলী খান, আবদুল আজিজ, মসিউর রহমান প্রমুখ।
দুই সদস্য ছাড়াও সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার, মোহাম্মদ উল্ল্যার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংসদ। এ ছাড়া বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান, কবি মোহাম্মদ রফিক, অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমেদ, কাজী পেয়ারার উদ্ভাবক কাজী এম বদরুদ্দোজাসহ আরও কয়েকজন বিশিষ্ট নাগরিকের মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানল, ভারতের ওডিশা রাজ্যে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা এবং দেশ-বিদেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সংসদ শোক প্রকাশ করেছে।
গতকাল বিকেলে জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়। রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের দুই সদস্যের মৃত্যুতে শোক জানানোর পর অধিবেশন মুলতবি করা হয়। এর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, এই অধিবেশন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।