DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » ছেলের এফবি স্ট্যাটাসের জন্য আটক বৃদ্ধা ৮ দিন পর জামিনে মুক্তি পেলেন

ছেলের এফবি স্ট্যাটাসের জন্য আটক বৃদ্ধা ৮ দিন পর জামিনে মুক্তি পেলেন

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে ছেলের ফেসবুক স্ট্যাটাসের পর নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া আনিসা সিদ্দিকা আট দিন খুলনা কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ জামিন আবেদন মঞ্জুর করেন। আনিসা সিদ্দিকা (৬০) এর আগে দুবার জামিন নাকচ করা হয়েছিল।

পরে সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে আনিসা সিদ্দিকাকে মুক্তি দেওয়া হয় বলে জানান জেলর এনামুল হক।

এর আগে ২০ আগস্ট নাশকতার অভিযোগে আনিসা সিদ্দিকাসহ চারজনকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। বাকি তিনজন হলেন রকিবুল ইসলাম, তামিম ইকবাল ও মোর্শেদ মামুন।

পুলিশ জানায়, ওই দিন নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের হাজী ফয়েজ উদ্দিন রোডে সিদ্দিক হেলালের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ধর্মীয় উগ্রবাদ সংক্রান্ত বই, পত্রিকা, ম্যাগাজিন, তিনটি ল্যাপটপ, পাসপোর্ট, চারটি মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে। আনিসাসহ তিনজনকে আটক করা হয়।

পরে খালিশপুর থানার এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে খানজাহান আলী থানা এলাকা থেকে আরেকজনকে আটক করা হয়।

তবে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্রী আনিসা সিদ্দিকার ছেলে তানজিলুর রহমান অভিযোগ করেছেন যে তার পোস্ট করা একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদের আইনজীবী মনিরুল ইসলাম জানান, রোববার নিম্ন আদালত থেকে নথি না আসায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আনিসা সিদ্দিকার জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন। তবে সোমবার আদালতে নথি এসেছে।

পরে বিষয়টি বিচারকের নজরে আনা হয় এবং পুনরায় জামিনের আবেদন করা হয়। আইনজীবী মনিরুল জানান, সিদ্দিকার বয়স ও শারীরিক সক্ষমতার কথা বিবেচনা করে বিচারক জামিন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*