DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » ২৫ মামলার আসামি পলাতক শিবির নেতা গ্রেপ্তার

২৫ মামলার আসামি পলাতক শিবির নেতা গ্রেপ্তার

7467_dfaf.jfif

হত্যা, বাসে আগুন, নাশকতা সৃষ্টিসহ ২৫ মামলার আসামি শিবির নেতা সাদেকুল ইসলামকে (৩৫) রংপুরের পীরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ভোরে বিশেষ অভিযানে পুলিশের এন্টি টেররিজম ইউনিট রংপুর বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

সাদেকুল ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শিবির নেতা। তিনি চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। দীর্ঘ ১২ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিট রংপুর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম।

জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শিবির নেতা সাদেকুল ইসলাম ২০১৩ ও ২০১৪ সালে ওই এলাকায় হত্যা, বাসে আগুন দেওয়া, নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ২৫ মামলার পলাতক আসামি। সাদেকুল ইসলাম দীর্ঘ ১২ বছর ধরে চিরিরবন্দর এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি পীরগাছায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সোমবার ভোরে পীরগাছা থানা পুলিশের সহায়তায় সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম জানান, আসামি সাদেকুল ইসলাম চিরিবন্দর থানা শাখা শিবিরের সাথী ছিলেন। তার বাবা জামায়াতে ইসলামীর রোকন। আসামি সাদেকুল ২০১৩ ও ২০১৪ সালে বিএনপি-জামায়াত জোটের সহিংস আন্দোলনের সময় চিরিরবন্দর থানা এলাকায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা, রাস্তা অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টি, যানবাহন ভাঙচুর, পুলিশের ওপর হামলা, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়াসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছেন। তার বিরেদ্ধে বিভিন্ন ঘটনায় জড়িত থাকায় ২৫টি মামলা রয়েছে।

সব মামলাতেই তার নামে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আসামি পীরগাছা থানা এলাকায় আশ্রয় নিয়ে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর পীরগাছা থানা পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*