DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » সাবেক স্বামীর পরিকল্পনায় নারী এনবিআর কর্মকর্তাকে অপহরণ

সাবেক স্বামীর পরিকল্পনায় নারী এনবিআর কর্মকর্তাকে অপহরণ

7428_asc.jpg

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে তার সাবেক স্বামীর পরিকল্পনায় অপহরণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেন ওই কমিশনারের সাবেক গাড়িচালক মাসুদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যা ব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে মাসুদসহ তিনজনকে গ্রেফতার করে র্যােব।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুল জলিল ওরফে পনু (৪৮) ও মো: হাফিজ ওরফে শাহনি (৪৮)।

সংবাদ সম্মেলনে র্যাআব জানায়, অপহরণের শিকার এই যুগ্ম কমিশনারের সাবেক স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হারুন-অর রশিদ। তার ক্ষোভ ছিল স্ত্রীর ওপর। সেই ক্ষোভ থেকেই মাসুমাকে অপহরণের পরিকল্পনা করেন হারুন। পরিকল্পনায় ব্যবহার করা হয় মাসুমার সাবেক গাড়িচালক মাসুদকে। তার নেতৃত্বে অপহরণ মিশনে অংশ নেয় মোট সাতজন।

সংবাদ সম্মেলনে র্যাাব জানায়, পরিকল্পনা অনুযায়ী হারুন ৫০ হাজার টাকায় হাতিরঝিল এলাকায় একটি বাসা নেন। তবে অহপরণের পর মাসুমাকে ওই বাসায় নেয়া সম্ভব হয়নি। এর বদলে তাকে নেয়া হয় নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার একটি গ্যারেজে। সেখানে গাড়িতেই মাসুমাকে ব্যাপক মারধর করা হয়। পরদিন তাকে নেয়া হয় মাদারটেক এলাকায়। সেখানে তার চিৎকারে এলাকাবাসীর হাতে আটক হন তিনজন। পালিয়ে যান মাসুদসহ চারজন।

ওই নারী কর কর্মকর্তাকে অপহরণ ও নির্মম নির্যাতনের ঘটনায় রমনা থানায় মামলাও দায়ের হয়েছে। এতে প্রধান আসামি করা হয় মাসুম ওরফে মাসুদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*