DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » দেশের জনগণ দিনের ভোট রাতে দেখতে চায় না: চরমোনাই পীর

দেশের জনগণ দিনের ভোট রাতে দেখতে চায় না: চরমোনাই পীর

 ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। গতকাল বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। গতকাল বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠেছবি: প্রথম আলো

‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন ও শক্ত অবস্থানে আছেন। সামনে জাতীয় নির্বাচন আসছে, সরকার যদি সুষ্ঠু ও ন্যায়ের পক্ষে নির্বাচন না দেয়, তাহলে নির্বাচন বর্জন করার সিদ্ধান্তও আমরা নিতে পারি। কারণ, দেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না।’

চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।

https://3ca188f403b5703a3711067bf1156f78.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘মালিক–শ্রমিকদের সম্পর্ক হবে ভাই ভাই। সে সম্পর্ক কি আমাদের সমাজে আছে? স্বাধীনতার ৫২ বছরে যাঁরা ক্ষমতায় এসেছেন, তাঁরাই দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে সুইস ব্যাংকে রেখেছেন। মানুষের ভোটের, ভাতের ও শ্রমের অধিকার প্রতিষ্ঠার কথা বলে জনগণকে জিম্মি করে ভোটের অধিকার, নাগরিক ও মৌলিক অধিকার হরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানধারীরাই প্রকৃত শোষক হিসেবে চিহ্নিত হয়েছেন। এসব চিহ্নিত গণতন্ত্রের স্লোগানধারী ভোট লুটকারীদের প্রতিহত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে।’

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, যাঁরা দুর্নীতি, লুটপাট আর বিদেশে অর্থ পাচার করে দেশের জনগণকে ঠকিয়ে আসছে। তাঁদের শোষণ, বঞ্চনার শিকার হয়ে শ্রমজীবী ও পেশাজীবী খেটে খাওয়া সাধারণ মানুষ আজ দিশাহারা।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মো. আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মুফতি মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, শ্রমিক আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মো. জয়নাল আবদিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*